Muslim
Population



 
Whole world countrywise Article - Must Visit
 

Other Religion

religious
population.com
 

 

সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে ছাগলনইয়ার চাঁদগাজী ভূইয়া মসজিদ

সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে ছাগলনইয়ার চাঁদগাজী ভূইয়া মসজিদ

             

 

 

সোলায়মান হাজারী ডালিম, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ পর্যাপ্ত সংস্কার এবং রক্ষনাবেক্ষনের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে ১১১২ সালে প্রতিষ্ঠিত হওয়া ছাগনাইয়ার হাজার বছরের ইতিহাস ও স্থাপত্য নিদর্শন চাঁদ গাজী ভূইয়া মসজিদ। রক্ষনাবেক্ষনের অভাবে মসজিতের অনেক জায়গায় ইট খসে পড়ছে । কারু কার্যময় অনেক নিদর্শন ধ্বংশ হয়ে যাচ্ছে কিন্তু সংস্কার করার কেউ নেই।
জানাযায় , মোঘল আমলে বার ভূইয়াদের মধ্যে অন্যতম ছিলেন চাঁদগ্জী ভূইয়া আর তার নামানুসারেই উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে হাজার বছরের অতীত ইতিহাসের সাক্ষী এ মসজিদটি। মধ্যযুগের রীতি অনুযায়ী চুন ,সুড়কি,ও ছোট ছোট ইট দ্বারা তৈরী এ মসজিদের দেয়াল গুলো বেশ চওড়া। মসজিদের ছাদের উপর রয়েছে সুদৃশ্য তিনটি গম্বুজ মসজিদের সামনে একটি কালো পাথরের নাম পলক রযেছে , এতে মসজিদের নির্মান কাল ও অন্যান্য তথ্যাবলী লেখা আছে। ছাগলনাইয়ার জনগন চায় মসজিদ টিকে সরকারী পৃষ্ঠোপোশকতায় সংরক্ষন করা হোক।